বানিয়াচঙ্গে হিজরাদের খপ্পরে এক মেধাবী শিক্ষার্থী । হতাশায় ভুগছেন পরিবারের লোকজন ।

মোঃ আবু হানিফ বিন সাঈদ বানিয়াচং, হবিগঞ্জ


 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের  আবু বকর সিদ্দিক নামের এক মেধাবী শিক্ষার্থী হিজড়াদের খপ্পরে  পড়েছেন ।জানা যায় ,আবু বকর সিদ্দিক এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সে পিএসসি জেএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেছে সে এখন দশম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী। স্কুল সূত্রে জানা যায়, আবু বকর সিদ্দিক নিয়মিত একজন মেধাবী শিক্ষার্থী। তার রোল নং দুই এছাড়াও উপজেলা জেলা পর্যায়ে তার আলোড়ন রয়েছে ।সে উপস্থিত বক্তৃতা ,বিতর্ক প্রতিযোগিতা, তাৎক্ষণিক অভিনয়, সৃজনশীল মেধা অনুসরণ প্রতিযোগিতায়  বারবার জেলা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে ।পরিবার সূত্রে জানা যায়, আবু বকর সিদ্দিককে বিভিন্ন লোভ-লালসা দিকনির্দেশনা দিয়ে উপজেলা সদরের আমির খানি গ্রামের আজমিরীগঞ্জ উপজেলার  হিজড়াদের সরদার কোহিনুর ( বর্তমান জুই) নামের এক হিজড়ায় খপ্পরে পড়ে প্রথম পরে বানিয়াচং হিজড়ার সরদার মোহাম্মদ (বর্তমান পারভিন )নামে হিজড়া থাকে বন্দি করে রাখে। তার মা জানান -আমার মেধাবী ছাত্রকে তারা হাতিয়ে নেয় ।এমনকি আমার ছেলে দশ থেকে বারো দিন চলে যায় বাড়িতে আসে না ।যার জন্য আমি তার  টেনসনে একবার ব্রেইন স্ট্রোক করেছি। এরকম মেধাবী শিক্ষার্থী তো জাতির গর্ব আগামী দিনের ভবিষ্যৎ ।সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা গনের তত্ত্বাবধানে আমার ছেলেকে উদ্ধার করে দিবেন বলেই আমি মনে করি। আর না হয় আমার ছেলে তো খারাপ পথে যাবে আমিও তার টেনশনে আরেকবার স্ট্রোক করতে পারি বলেও জানান তার মা।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url