বানিয়াচংয়ে এক কৃষকের ঘরে দুঃসাহসিক চুরি।

 

আবু হানিফ বিন সাঈদ,

 


বানিয়াচং হবিগঞ্জ। গত সোমবার রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়া গ্রামের হিন্দুপাড়ার নানু মিয়া নামের এক কৃষকের ঘরে দুঃসাহসিক চুরি হয়েছে। জানা যায় নানু মিয়া তার ক্ষেতের ফসল থেকে কাটা ধান বিক্রি করেন অন্যের কাছে। বিক্রি করা ধানের টাকা কিছু পাওনাদারদের দিয়ে বাকি টাকা নিয়ে তার বাড়িতে আসেন। অবশেষে গভীর রাতে ঘরের গিরিল খুলে চোরেরা ঢুকে পড়ে তার ঘরে। ঘর থেকে স্বর্ণসহ প্রায় পঞ্চাশ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। এমনকি তার ঘরে রাখা নিজের জায়গার কাগজপত্রাধি নিয়ে যায় চোরেরা। অবশেষে খোঁজ খবর নেওয়ার মাধ্যমে এক জঙ্গলের মধ্যে পাওয়া যায় তার জায়গার কাগজপত্রাধি

 

Next Post
No Comment
Add Comment
comment url