চলাচলে ভোগান্তি

 

নেই কোন সেতু

মুহাঃ আবু হানিফ বিন সাঈদ বানিয়াচং হবিগঞ্জ


 

বানিয়াচংযের তাতারী মহল্লা গ্রাম ও চান্দের মহল্লা উত্তরে বর্ডারে অবস্থিত গনমানুষের চলাচলের পথ নাগের খাল। বর্ষা হয়ে গেলেই পানি হয়ে যায় আবার নেই কোন সেতু। সেতু হলে হয়তো সমস্যাতে ভোগতে হতো না গন মানুষের। কোন পথ না পেয়ে কাঁদাও বর্ষার পানিতেই চলাচল করে শত শত মানুষ। এমনকি এলাকার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীর ও চলাফেরা করার একমাত্র মাধ্যম এই পথ। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাগনের তত্বাবধানে অতি শিগগিরই সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরী।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url