কবিতা-খামখেয়ালী

 


।। এস এম শাহেদ হোসেন ।।

কল্পরাজ্যের এক স্বেচ্ছাচারী নাম ছিল না জানা
হাল চাষে জুড়ত ছাগল, শোনতনা কারো মানা।
গরু-মহিষ আছে অনেক, বাধা গোয়ালঘরে
শখের বশে ছাগল দ্বারা দিত হাল জুড়ে।
হয়তো আবার গরুর সাথে জুড়ে দিত ভেড়া
তোষামোদিরা সবাই মিলে দিত তাতে সাড়া।
খামখেয়ালিতে করত কাজ ধারত না কারো ধার
আদেশ তার মানতেই হবে, জানা ছিল সবার।
জ্ঞান প্রাচুর্য সঠিক বুদ্ধি ছিল না তার মাঝে
অপরিকল্পিত সিদ্ধান্ত বেশিরভাগই বাজে।
তোষামোদির বাহবাতে করত বিলাসিতা
জ্ঞানী-গুণীদের পরামর্শ সব-ই যেত বৃথা।
যোগ্য যারা তার কাছে পায় না তেমন দাম
অযোগ্যদের সমারোহে করত সকল কাম।
চলার পথে সময়কাল যাচ্ছে এমন করে
অর্থ-সম্পদ শক্তির বলে কাউকে নাহি ডরে।
নিজের সুখে অন্যের দুঃখ কিসের আসে যায়
আইনের ন্যয় আদেশ তার প্রাধান্যতা পায়।
শশী -রবির হিসেবে আয়ু কমছে তিলে তিলে
সেই হিসাবও চায়না নিতে ভেবে আপন দিলে।
সময় যখন ফুরিয়ে গিয়ে আসবে শেষবেলা
বুঝবে তখন চাষের জন্য গরু-মহিষই ভালা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url