লাখাইয়ে গবাদিপশু পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন
হবিগঞ্জের লাখাই উপজেলায় করোনাকালীন গবাদিপশু পালন, দুগ্ধ উৎপাদন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বুধবার (২০জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে জাইকা প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের বাস্তবায়নাধীন ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আবু হানিফ। ভ্যাটিনারী সার্জন ডাঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্টিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাইকা প্রকল্পের সমন্বয়ক জামাল হোসেন। প্রশিক্ষণে ৩৫জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।